২১ জুন, ২০১৮ ১৬:৩৬

শির সমালোচনা করে চীনে নিষিদ্ধ ব্রিটিশ উপস্থাপক

অনলাইন ডেস্ক

শির সমালোচনা করে চীনে নিষিদ্ধ ব্রিটিশ উপস্থাপক

চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের কড়া সমালোচনা করে মার্কিন শো 'লাস্ট উইক টুনাইটে' কথা বলেছিলেন ব্রিটিশ টিভি উপস্থাপক জন অলিভার। এবার পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। দেশটিতে এখন জন অলিভারকে নিয়ে আলোচনা নিষিদ্ধ।

এইচবিও চ্যানেলে সম্প্রতি প্রচারিত ওই শোতে চীনের রাজনৈতিক, মানবাধিকার ও অর্থনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন জন অলিভার। এসময় তিনি চীনা সরকারের কঠোর সমালোচনা করেন। সব ক্ষমতা নিজের কাছে কুক্ষীগত করায় তিনি শি জিংপিংয়েরও সমালোচনা করেন।

তার ফলশ্রুতিতে চীনের সবচেয়ে বড় সামাজিক সাইট ওয়েইবোতে জন অলিভার নিষিদ্ধ করা হয়েছে। অলিভার ও তার শো সম্পর্কিত আগের সব পোস্ট মুছে ফেলা হয়েছে। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর