Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ জুন, ২০১৮ ১৫:০৮ অনলাইন ভার্সন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সানি
অনলাইন ডেস্ক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সানি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। স্প্লিস্টভিলা ১১-এর শুটিংয়ের সময় পেটে ব্যথা অনুভব করলে উত্তরাখন্ডের কাশিপুরের একটি হাসপাতালে নেওয়া হয় সাবেক এই পর্নস্টারকে। খবর জি নিউজের।

রিপোর্টে প্রকাশ, স্প্লিস্টভিলার শুটিংয়ের জন্য উত্তরাখন্ডের রামনগরে যান সানি লিওন, রণবিজয় সিংসহ প্রতিযোগিতার গোটা দল। সেখানেই শুটিংয়ের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন সানি।

এদিকে ‘ফাদার্স ডে’ উপলক্ষে সম্প্রতি মেয়ে নিশা এবং স্বামী ড্যানিয়েল ওয়েবার-এর সঙ্গে ছবি শেয়ার করেন সানি। মায়ের শরীরের উর্ধাংশ ঢেকে সেখানে বসে থাকে ছোট্ট নিশা। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। ফাদার্স ডে-তে সানি লিওন কীভাবে ওই ধরনের বিতর্কিত ছবি শেয়ার করলেন তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। যদিও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি বলিউড অভিনেত্রী।

বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow