১৬ জুলাই, ২০১৮ ১০:৩৩

ভারতে সরকারের সমালোচনা করলে খুন হতে পারেন: সাইফ

অনলাইন ডেস্ক

ভারতে সরকারের সমালোচনা করলে খুন হতে পারেন: সাইফ

বলিউডের তারকা অভিনেতা সাইফ আলী খান বলেছেন, আমি জানি না আপনি ভারতে সরকারের কতটুকু সমালোচনা করতে পারেন। সমালোচনা করলে আপনি খুনও হতে পারেন।

নেটফ্লিক্স সিরিজ 'সেক্রেড গেমস' পুলিশ কর্মকর্তা সরতাজ সিংয়ের চরিত্রে অভিনয় করছেন সাইফ। ৬ জুলাই থেকে প্রচার শুরু হওয়া সিরিজটি নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। রাজনীতিবিদরাও প্রকাশ্যে সিরিজটির সমালোচনা করেছেন। তার পরিপ্রেক্ষিতে সাইফ ওই মন্তব্য করেন।

দ্য কুইন্টকে দেয়া সাক্ষাৎকারে সাইফ আরও বলেন, আপনি যদি অন্য জাত-বর্ণের কাউকে ভালোবাসেন তাহলে ভারতে আপনাকে খুন হতে হবে। সবকিছু এভাবেই চলছে।

সাইফের সিরিজটি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাইফ বলেন, এটা খুবই হতাশাজনক। কেউ যদি বলে এটি আর প্রচারিত হবে না বা নেটফ্লিক্স যদি বন্ধ হয়ে যায় তাহলে রেগে যাওয়ার অধিকার আমার আছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর