১৭ জুলাই, ২০১৮ ১৭:৩০

ইউটিউবে ১০০ কোটি ভিউ ছাড়াল 'নভেম্বর রেইন'

অনলাইন ডেস্ক

ইউটিউবে ১০০ কোটি ভিউ ছাড়াল 'নভেম্বর রেইন'

সংগৃহীত ছবি

মার্কিন রক ব্যান্ড 'গানস এন রোজেস' এর বিখ্যাত 'নভেম্বর রেইন' গানটি ইউটিউবে নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো গানটির মিউজিক ভিডিও ১০০ কোটি ভিউ ছাড়িয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত একশত কোটি ১২ লাখের চেয়েও বেশিবার গানটি ইউটিউবে দর্শক দেখেছেন। ফলে নব্বইয়ের দশকে রচিত প্রথম কোনও গান এ মাইলফলক স্পর্শ করলো।

'নভেম্বর রেইন' গানটি লিখেছেন গানটির প্রধান সংগীত শিল্পী অ্যাক্সল রোজ। ১৯৯২ সালে গানটি রিলিজ হয়। নব্বইয়ের দশকে গানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রানবেরিসের 'জোম্বি' গানটি। ইউটিউবে এটি প্রায় ৭৪ কোটি দর্শক দেখেছেন।

অ্যাক্সল রোজের 'নভেম্বর রেইন' গানটি ইউটিউবে আপলোড করা হয় ২০০৯ সালে। গুগলের তথ্য মতে গানটি গত বছরের ২৫ নভেম্বর একদিনে সর্বোচ্চবার দেখার রেকর্ড গড়েছিল।

(জাকার্তা পোস্ট অবলম্বনে ইমরান জাহান)

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর