১৮ জুলাই, ২০১৮ ১৭:৪৪

‘বিশ্বকাপ জিতেছে আফ্রিকা’ অমিতাভের ট্যুইট ঘিরে বিতর্ক!

অনলাইন ডেস্ক

‘বিশ্বকাপ জিতেছে আফ্রিকা’ অমিতাভের ট্যুইট ঘিরে বিতর্ক!

ফাইল ছবি

৪-২ ক্রোয়েশিয়াকে হারিয়ে রাশিয়ার মাটিতে বিশ্বকাপ জিতে নিয়েছে ফ্রান্স৷ অনবদ্য ফুটবলের জন্য সারা বিশ্বজুড়ে বন্দিত হচ্ছেন এমবাপে, গ্রিজমানরা৷ এরই মধ্যে অবাক করা ট্যুইট করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন৷ ট্যুইট করে বিগ-বি লেখেন ‘আফ্রিকা বিশ্বকাপ জিতেছে’৷

এরকম ট্যুইট করে নেটিজেনের সমালোচনার মুখে পড়েছেন অমিতাভ৷ অনেকেই রি-ট্যুইট করে বিগ-বিকে জানিয়েছেন এরকম কথা বলা ঠিক হয়নি তাঁর৷ তবে বিগ-বি’র মতো একজন খেলা-পাগল মানুষ এরকম লিখলেন কেন? শেষ দশকে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের নিজেদের দেশে জায়গা এবং নাগরিকত্ত্ব দিয়ে আসছে ফ্রান্স৷

ফরাসীদের বিশ্বকাপ জয়ী দলে এমন অনেক ফুটবলার রয়েছেন যাঁরা জন্মসূত্রে আফ্রিকান৷ অনেকে রয়েছেন ইসলাম ধর্মাবলম্বী৷ তাই ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর সোশ্যাল মিডিয়াতে অনেকেই ফ্রান্সের জয়কে ‘আফ্রিকার জয় কিংবা মুসলিমদের জয়’ বলে বিভেদ তৈরি করতে চেয়েছেন৷ এরকমই একটি ট্যুইট শেয়ার করে বিগ’বি লেখেন ‘এই জয় তাহলে আফ্রিকার৷’

সিনিয়র বচ্চনের শেয়ার করা ট্যুইটটিতে লেখা রয়েছে, ‘এই ফ্রান্স দলে সবচেয়ে বেশি বৈচিত্র্য রয়েছে৷২৩ জনের দলের ১৬ জন ফুটবলার জাইরে, ক্যামেরুন, মরক্কো, কঙ্গো, আলজেরিয়ার মতো জায়গা থেকে ফ্রান্সে অভিবাসিত হয়ে এসেছে৷এটা সত্যিই অসাধারণ অভিবাসীরা ফ্রান্সের সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছে৷’

যে দেশ বিপদের সময় পাশে দাঁড়িয়ে মানুষকে আশ্রয় দেয় তাদের বিশ্বজয়ের দিন এই ধরনের বিভেদমূলক প্রশংসাকে সমর্থন করেনি নেটিজেন৷ বিগ বি’র এক ফলোয়ার লিখেছেন, ‘এরকম জিনিস বিগ বি’র কাছ থেকে আশা করা যায় না৷ একটা দেশ শরণার্থীদের হাসি মুখে গ্রহণ করে এরকম জায়গা দিয়েছে৷ সমাজের মূল স্রোতে নিয়ে এসেছে৷ এর জন্য সমস্ত ক্রেডিট ফ্রান্সের প্রাপ্য৷’

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর