১৯ জুলাই, ২০১৮ ১৫:২৮

স্বাস্থ্য সংলাপের এবারের বিষয় 'ফুসফুসে জটিলতা'

অনলাইন প্রতিবেদক

স্বাস্থ্য সংলাপের এবারের বিষয় 'ফুসফুসে জটিলতা'

ডা. তানিয়া আলম

নিউজ টোয়েন্টিফোরের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপের এবারের বিষয় 'ফুসফুসে জটিলতা'। শামছুল হক রাসেলের প্রযোজনা ও ডা. তানিয়া আলমের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।

ইতোমধ্যে নিউজ টোয়েন্টিফোরের সাপ্তাহিক এই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রতি শুক্রবার সকাল ১১টায় শুরু হয় ঘণ্টাব্যাপী এ আয়োজন। অনুষ্ঠানটি তিনটি ভাগে সজ্জিত থাকে। প্রথম অংশে বিষয়ভিত্তিক সমস্যার ওপর আলোকপাত, দ্বিতীয় অংশে টেলিফোনে দর্শকদের সমস্যার উত্তর প্রদান এবং শেষ অংশে নির্ধারিত বিষয়ের ওপর সমস্যার সারাংশ প্রদান।

ফুসফুস মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। সাধারণত একজন মানুষের দুটি ফুসফুস থাকে। আর ফুসফুস ভর্তি থাকে বাতাস দিয়ে, সেই বাতাস আমরা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে নিয়ে থাকি। অনেক সময় নানা কারণে ফুসফুসে জটিলতার দেখা দেয় যার কারণে মানুষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ব্যহত হয়।

এবারের স্বাস্থ্য সংলাপে বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে ফুসফুসে জটিলতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একইসঙ্গে ফুসফুসের জটিলতা দূরীকরণের উপায়, প্রতিরোধ ও চিকিৎসার ওপরও আলোকপাত করা হবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর