Bangladesh Pratidin

প্রকাশ : ২১ জুলাই, ২০১৮ ১৯:৫৮ অনলাইন ভার্সন
সোনম-আহুজার যুগল ছবি ভাইরাল
অনলাইন ডেস্ক
সোনম-আহুজার যুগল ছবি ভাইরাল
সংগৃহীত ছবি

বলিউড ডিভা সোনম কাপুর ও দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজা গত ৮ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জাঁকজমকপূর্ণ সেই বিবাহ অনুষ্ঠানে পুরো বলিউড অংশ নেয়। আর আশীর্বাদ করে নবদম্পতিকে। 

এর পর থেকেই নবদম্পতি তাঁদের বিবাহপরবর্তী ভালোবাসার বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন আর সেগুলো উঠে আসছে তাঁদের ভক্ত-অনুরাগীদের পছন্দের তালিকায়।

সোনম আজ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনটি থ্রো-ব্যাক ছবি পোস্ট করেন। এর মধ্যে যুগল ছবি দুটি তাঁদের বিয়ের কিছুক্ষণ পর তোলা। ছবি দুটিতে অসাধারণ লাগছে তাঁদের দুজনকে। আর অন্য ছবিতে সোনম একা।  

ছবিগুলোতে সোনম পরেছিলেন একটি হালকা বেগুনি রংয়ের শাড়ি, সাথে ম্যাচ করা ব্রাইডাল ব্লাউজ আর আনন্দ পরেছিলেন একটি প্যান্ট-স্যুট, সাথে সাদা শার্ট।

ছবিগুলো ইতিমধ্যে তাঁদের ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। রীতিমতো ভাইরাল হয়ে গেছে। 

মোট তিনটি ছবি পোস্ট করেন সোনম কে আহুজা (সোনম কাপুর)। প্রথমটি তাঁর একক ছবি। যা এ পর্যন্ত প্রায় ২ লাখের বেশি লাইক পেয়েছে। এর পর তিনি পোস্ট করেন তাঁদের একটি যুগল ছবি। যা লাইক পায় ৪ লাখের বেশি। সব শেষে তিনি পোস্ট করেন তাঁদের একটি যুগল সাদাকালো ছবি। ছবিটি অসাধারণ এবং এটি সর্বাধিক লাইক পায়। ছবিটি প্রায় সাড়ে ৪ লাখের বেশি লাইক পায়। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

আপনার মন্তব্য

up-arrow