Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ আগস্ট, ২০১৮ ০৫:৫৫ অনলাইন ভার্সন
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮ ১৩:৪১
ইনস্টাগ্রামে এসেই চমকে দিলেন সাইফকন্যা সারা!
অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে এসেই চমকে দিলেন সাইফকন্যা সারা!
ফাইল ছবি

সাইফ আলি খান-অমৃতা সিং'র কন্যা সারা আলি খান বলিউডে অভিষেক হবার আগেই তারকা খ্যাতি পেয়ে গেছেন। তার ফ্যান ফলোয়ারও কিছু কম নয়। সেই ফ্যানদের আবদারেই এবার অফিশিয়ালি ইনস্টাগ্রামে তার নতুন অ্যাকাউন্ট খুললেন তিনি।

সাধারণত দেখা যায়, প্রত্যেকে তাদের নিজেদের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নাম লেখান। তবে সারা বেছে নিয়েছেন এমন দিন যা তার ফ্যানদেরও মুগ্ধ করেছেন। ভারতের স্বাধীনতা দিবসের দিনেই তিনি ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট শুরু করলেন।

চমক এখানেই শেষ নয়। তার প্রথম পোস্টটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও জাতীয় সঙ্গীতের পঙ‌্ক্তি। এমনিতে তার দাদি শর্মিলা ঠাকুরের দিক থেকে দেখলে তিনিও ঠাকুর পরিবারেরই অংশ। তার ওপর নিজ দেশের স্বাধীনতা দিবসেই এমন পদক্ষেপ।   আগামী দিনে সারা আলির ইনস্টায় চোখ থাকবে তার ফ্যানদের।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

up-arrow