১৭ আগস্ট, ২০১৮ ১৬:৪১

ঈদের নাটক 'লালাই'

অনলাইন ডেস্ক

ঈদের নাটক 'লালাই'

এবারের ঈদে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ'র পরিচালনায় নির্মিত হলো নাটক 'লালাই।' একটি গরুকে কেন্দ্র করে গড়ে ওঠা এক মর্মান্তিক কাহিনিকে ঘিরে আবর্তিত হয়েছে 'লালাই।' নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। নাটকের গল্প লিখেছেন আনিসুর বুলবুল।

এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, গল্পের গভীরতা রয়েছে। অনেক হৃদয় বিদারক একটি গল্পে কাজ করলাম। অভিনয় করতে গিয়ে খুব বাস্তব একটা এক অনুভূতি হৃদয়ে কাজ করেছে। আমি বিশ্বাস করি দর্শকদের গভীর ভাবে নাড়া দেবে লালাই নাটকটি।

নির্মাতা মাবরুর রশিদ বলেন, ঈদে ভালো কাজগুলোর একটি হতে যাচ্ছে লালাই। একটি কোরবানির গরুকে কেন্দ্র করে এর গল্প শুরু হয়েছে। নির্মাণ ভালো হয়েছে। বাকিটা দর্শকেরা জাজ করবে।

এ প্রসঙ্গে আনিসুর বুলবুল বলেন, 'লালাই' আমার প্রিয় গল্পগুলোর একটি। ঈদে দর্শকেরা গল্পকে বাস্তবচিত্রে দেখতে পারবেন। সকলের ভালো লাগলেই লেখকের স্বার্থকতা।

নিশো-তিশা ছাড়াও নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আরিত্রা, রকি খান, সাগর হুদা ও সিয়াম নাসির। ঈদ উপলক্ষ্যে নাটকটি ধ্রুব মিউজিক স্টেশনের ধ্রু টিভিতে প্রকাশ হবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর