Bangladesh Pratidin

প্রকাশ : ২০ আগস্ট, ২০১৮ ১২:১১ অনলাইন ভার্সন
ঈদে জয়া আহসানকে নিয়ে তানভীর তারেক
অনলাইন ডেস্ক
ঈদে জয়া আহসানকে নিয়ে তানভীর তারেক

এবারের ঈদ উপলক্ষে বেশকিছু টিভি শো এবং নতুন গান রিলিজ নিয়ে ব্যস্ত ছিলেন তানভীর তারেক। তবে এটিএন নিউজে ঈদ স্পেশাল লাভ বক্স অনুষ্ঠানে ঈদের দিন থেকে টানা তিনদিন বিশেষ অনুষ্ঠানে থাকছে একাধিক তারকা। এ সময়ে দুই বাংলার সবচেয়ে দামী অভিনেত্রী জয়া আহসান থাকছেন তানভীর তারেকের ঈদ আড্ডায়। কথা বলেছেন তার মুক্তি প্রতিক্ষীত ‘দেবী’ এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১টা ২০ মিনিটে। 

ঈদ অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘জয়া আপার সাথে একাধিক ইন্টারভিউ বা আড্ডা দেয়া হয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু আমার টিভি শো’তে এটাই প্রথম। তাই ঈদের এই বিশেষ অনুষ্ঠানে উঠে এসেছে নানান প্রসঙ্গ। তার প্রযোজিত ও অভিনীত ‘দেবী’ চলচ্চিত্রের বিভিন্ন প্রসঙ্গ তো থাকছেই। পাশাপাশি জয়া আহসানের প্রেম-বিয়ে-সংসার এসব প্রসঙ্গেও অকপট কথা বলেছেন তিনি। সবমিলিয়ে দর্শকদের জন্য দারুণ এক উপভোগ্য অনুষ্ঠান হবে এটি। আড্ডায় জয়া আহসানের সাথে ছিলেন দেবী চলচ্চিত্রের পরিচালক অনম বিশ্বাস।’ 

অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন তানভীর তারেক। প্রযোজনা করেছেন ফারুকে আজম।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow