২০ আগস্ট, ২০১৮ ১৭:৩৩

এই প্রথম এতটা 'মিষ্টি' চরিত্রে অভিনয় করেছি: ববি

এই প্রথম এতটা 'মিষ্টি' চরিত্রে অভিনয় করেছি: ববি

অবশেষে ঈদে ছবি মুক্তির মিছিলে নাম লেখাল ববি ও রোশান অভিনীত 'বেপরোয়া'। সোমবার বিকেলে ছবিটি আনকাট সেন্সর পায়। অর্থ্যাৎ ঈদে মুক্তি পেতে আর কোনো বাধা রইল না ছবিটির। 'বেপরোয়া' এবং অন্যান্য সমসাময়িক প্রসঙ্গ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন ববি। সাক্ষাৎকারটি নিয়েছেন- শামছুল হক রাসেল

কেমন আছেন?
কক্সবাজার থেকে জ্বর-ঠাণ্ডা নিয়ে সম্প্রতি ঢাকায় ফিরেছি। এরপর ছিল জন্মদিন। আর এখন ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত।

প্রচারণার জন্য খুব কম সময় পেলেন,  কতটুকু সফল হবেন?

অন্য ছবিগুলোরও তো একই অবস্থা। সে তুলনায় বলতে গেলে আমরা এগিয়ে আছি। বাকিটা পর্দায় উঠলে বোঝা যাবে। 

ঈদের মতো বড় উৎসবে ছবি মুক্তি পাওয়া মানেই বাড়তি বোনাস...
ঈদে ছবি মুক্তি পেলে খুব চিন্তাও হয়, আবার উত্তেজনাও থাকে। আর 'বেপরোয়া' ঈদে মুক্তি পাওয়ার জন্য একদম উপযুক্ত একটা ছবি। আমার ধামাকা একটি ছবি। 'বেপরোয়া' মানুষের ঈদের আনন্দ দ্বিগুণ করে দেবে। ছবিটি দেখে মজা পাবে দর্শক।

সহশিল্পী রোশান সম্পর্কে...
ও খুব ভালো কাজ করেছে। এ ছবিতে ওকে পারফেক্ট হিরো হিসেবে দেখবো। অ্যাকশন-রোমান্স-ড্রামা সব কিছুতে ভালো করেছে।

বেশ কয়েকটি বিগ বাজেটের আলোচিত ছবির ভিড়ে 'বেপরোয়া' টিকতে পারবে?
ঈদে এটাই আমার প্রথম ছবি নয়। ঈদে এর আগেও আমার ছবি মুক্তি পেয়েছে। আমরা তো সবসময় আশাবাদী। সব ছবির জন্যই আমার শুভকামনা। 

'বেপরোয়া' কেন দেখবে মানুষ?
কেন দেখবে না? এটা একটা পারফেক্ট ঈদের ছবি। অ্যাকশন-ড্রামা-কমেডি-রোমান্স সবই আছে। আর এই প্রথম আমি এতটা বাবলি-মিষ্টি চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রের নাম কিরণ। সবাই তো পুলিশ পছন্দ করে না। কিন্তু মেয়েটা সৎ পুলিশ কর্মকর্তাকে জীবনসঙ্গী করে নিতে পাগল থাকে। খুব পাগলাটে একটা চরিত্র। রোশানের সঙ্গে আমার রসায়নটাও ভালো হয়েছে। খুব মজা পাবে দর্শক।  

ঈদের দিন হলে ছবি দেখার পরিকল্পনা আছে
হ্যাঁ, ছবি দেখতে হলে যাব। টেলিভিশন চ্যানেলেও যাব ছবির প্রচারণার জন্য। এগুলো আগে থেকেই পরিকল্পনা করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর