শিরোনাম
২১ আগস্ট, ২০১৮ ২১:১৫

যে কারণে মাত্র ১টি হলে 'বেপরোয়া'

অনলাইন ডেস্ক

যে কারণে মাত্র ১টি হলে 'বেপরোয়া'

ববি-রোশান অভিনীত ছবি মাত্র একটি হলে মুক্তি পাচ্ছে। বিষয়টি জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কলকাতার নির্মাতা রাজা চন্দ পরিচালিত এ ছবিটি সোমবার বিকেলে সেন্সর থেকে ছাড়পত্র পায়। 

জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়েছে, 'বেপরোয়া' অনেক বড় বাজেটের সিনেমা। এটি এই ঈদের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এই সিনেমা ব্যবসা করতে হলে ১০০+ হল এ এক সাথে মুক্তি দিতে হবে। সোমবার সেন্সর হবে কি না এ নিয়েও আমরা এবং হল মালিকরা দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম।

এতে আরও বলা হয়, সেন্সর ছাড়া সিনেমার পোস্টার কোথাও লাগানো যায় না। সেন্সর ছাড়া অনেক ধরনের প্রচার ও প্রচারণাও করা যায় না। সব মিলিয়ে, আমরা মনে করছি যে 'বেপরোয়া' ঈদের পরে ভালো করে প্রচার ও প্রচারণা করে এককভাবে মুক্তি দিলে ভালো হবে। এই ঈদে ঢাকার বাইরে মাত্র একটি হলে মুক্তি দিচ্ছি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর