Bangladesh Pratidin

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:১৫ অনলাইন ভার্সন
ফের আসছে 'কুছ কুছ হোতা হ্যায়', তবে...!
অনলাইন ডেস্ক
ফের আসছে 'কুছ কুছ হোতা হ্যায়', তবে...!
ফাইল ছবি

ফের আসছে ‘কুছ কুছ হোতা হ্যায়’। পরিচালক করণ জহরের হাত ধরেই এই সিনেমার সিক্যুয়েল আসছে। তবে করণের এই সিনেমার সিক্যুয়েলে থাকছেন না শাহরুখ-কাজল-রানি। এবার কারা থাকছেন জানেন?

বি টাউনের খবর, রণবীর কাপুর, আলিয়া ভাট এবং জাহ্নবী কাপুর থাকছেন করণ জহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সিক্যুয়েলে। কিন্তু করণের এই সিক্যুয়েলে কে 'টিনা' হচ্ছেন আর কে হচ্ছেন 'অঞ্জলি', সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

শাহরুখ, কাজল এবং রানির ‘কুছ কুছ হোতা হ্যায়’ রেকর্ড ব্যবসা করে বক্স অফিসে। এবার সিক্যুয়েলের ক্ষেত্রেও কি সেই একই ধারা বজায় রাখতে পারবেন করণ জহর? সেটা অবশ্য সময় বলবে।

এদিকে, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির মত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির সিক্যুয়েলের শুটিং শুরু করে দিয়েছেন করণ জহর। এই সিনেমায় টাইগার শ্রফ, অনন্যা পান্ডের সঙ্গে দেখা যাবে তারা সুতারিয়াকেও। করণ জহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করছেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

up-arrow