Bangladesh Pratidin

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:২৫ অনলাইন ভার্সন
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৫২
কৃতজ্ঞতা প্রকাশ করলেন সানি লিওন
অনলাইন ডেস্ক
কৃতজ্ঞতা প্রকাশ করলেন সানি লিওন
bd-pratidin

অভিনেত্রী সানি লিওন। আত্মজীবনীমূলক সিরিজে 'করণজিত কৌর'-এর শুটিংয়ে নানা ছবি শেয়ার করছেন। সাম্প্রতিক শেয়ার করা ছবিগুলো তিনি উৎসর্গ করেছেন তার সহ-অভিনেতা বিজয় আনন্দ এবং গ্রূসা কাপুরকে নিয়ে।

সিরিজে সানির বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তারা। দুটি ভিন্ন পোস্টে, সানি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গ্রূসা কাপুর, সত্যিই অসাধারণ এক অভিনেত্রী! যতবার আমি তাকে দেখেছি আমার নিজের মায়ের কথাই মনে পড়েছে! ওই ছবির ক্যাপশনে লিখেছেন সানি লিওন। 

বিজয় আনন্দের জন্য সানি লিখেছেন, এই মাত্রার তুখোড় অভিনেতার সঙ্গে করণজিত কৌরের এই যাত্রা মনে রইবে। আমার বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আমি অসম্ভব কৃতজ্ঞ তাদের প্রতি।

বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

up-arrow