Bangladesh Pratidin

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:১৩ অনলাইন ভার্সন
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ২২:০৮
'বেডরুমের' গোপন কথা ফাঁস করলেন সোনম!
অনলাইন ডেস্ক
'বেডরুমের' গোপন কথা ফাঁস করলেন সোনম!

আনন্দ আহুজার সঙ্গে বিয়ে হয়েছে কয়েক মাস হলো। এরপর আবার ‘ভিরে দি ওয়েডিং’-এর শুটিং শুরু করেন সোনম কাপুর। বক্স অফিসে এই সিনেমা ভালো ব্যবসা করার পর এবার অনিল-কন্যা হাজির হলেন একটি টক শো'তে। যেখানে নতুন জীবনের একের পর এক অধ্যায় প্রকাশ্যে আনেন বলিউড অভিনেত্রী।

কখনো তিনি বলেন, আংটি ছাড়াই তাঁকে নাকি বিয়ের প্রস্তাব দেন আনন্দ আহুজা। শুধু তাই নয়, বিয়ে করছেন না বলে তাঁকে নাকি বার বার বাড়ি থেকে চাপ দেওয়া হত। এরপরই ‘বেডরুম সিক্রেট’ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। যেখানে তিনি ‘বেডরুম সিক্রেট’-ও খোলসা করে বলেন ক্যামেরার সামনে। যা শুনে হেসে ফেলেন ওই টক শো-এর সঞ্চালিকা।

সোনম কাপুরের সেই ভিডিও দেখতে ক্লিক করুন।

বিডি-প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow