Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:১৬
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৫৮

'প্রেমিক-প্রেমিকার' যে ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক

'প্রেমিক-প্রেমিকার' যে ছবি ভাইরাল

প্রেমিক-প্রেমিকা। একজন ট্রেনে, অন্যজন বাইরে। এত ব্যবধানের পরও একজন অপরজনের সঙ্গে চুম্বনে লিপ্ত হলেন প্রকাশ্যে। যা দেখে হতবাক ট্রেনের যাত্রীরা। তবে এটা বাস্তবে নয়, রুপালি পর্দায়। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের খবর, কাজল, রানি মুখার্জি, সুস্মিতা সেন- সাম্প্রতিককালে বেশ কয়েকজন বাঙালি নায়িকাকে পেয়েছে বলিউড। কিন্তু বাঙালি নায়ক? মিঠুন চক্রবর্তীর পর আর কোথায়? কিন্তু এবার এক বাঙালি ছেলেকে নায়ক করেই তৈরি হচ্ছে মুকেশ ভাটের ছবি 'জালেবি'। 

নায়িকাও বাঙালি, নাম রিয়া চক্রবর্তী। এর আগে নায়িকাকে হাফ গালফ্রেন্ড ও সোনালি ক্যাবল ছবিতে দেখা গেলেও 'জালেবি' নায়ক বরুণ মিত্রের প্রথম ছবি। আর সেখানেই নায়ক-নায়িকার অসাধারণ রাসায়ন ধরা পড়েছে। এ কারণে প্রকাশ হওয়া ছবির ট্রেলারের কিছু কিছু মুহূর্ত ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বিডি-প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব


আপনার মন্তব্য