Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৪৬

‘বিগ বস’-এ সালমানের আকাশছোঁয়া আয় ঘিরে গুঞ্জন

অনলাইন ডেস্ক

‘বিগ বস’-এ সালমানের আকাশছোঁয়া আয় ঘিরে গুঞ্জন
ফাইল ছবি

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর দ্বাদশ পর্বে শুরু হতে আর বাকি মাত্র অল্প কিছুদিন বাকি। শোয়ের ফরম্যাট, কারা থাকছেন এবারের ‘বিগ বস’-এ ইত্যাদি বিষয় নিয়ে চলছে আলোচনা। ‘বিগ বস জ্বর’ ধীরে ধীরে গ্রাস করছে রিয়্যালিটি শো ভক্তদের। 

তবে নানা গুঞ্জনের ভিড়ে উঠে আসছে একটি প্রসঙ্গ। সেটি হল সঞ্চালক সালমান খানের পারিশ্রমিক। জানা যাচ্ছে, সালমান খান নাকি প্রতি পর্বের জন্য ১৪ কোটি টাকা করে নিচ্ছেন এবার। সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকা রোজগার করতে চলেছেন তিনি।

প্রথম বারের ‘বিগ বস’-এ পর্ব পিছু আড়াই কোটি পারিশ্রমিক ছিল সল্লু মিয়ার। সেখান থেকে পারিশ্রমিক বেড়ে এবার ১৪ কোটি। এমনটাই শোনা যাচ্ছে। যার জেরে জোর গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়।  পাশাপাশি নতুন এক প্রতিযোগীর নামও সামনে এসেছে। তিনি বিখ্যাত গায়ক অনুপ জলোটা। প্রবীণ এই গায়ক নাকি এবার থাকছেন ‘বিগ বস’-এর ঘরে, এমনটাই শোনা যাচ্ছে। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর


আপনার মন্তব্য