২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:৫৮

অস্কারে যাচ্ছে আসামের ‘ভিলেজ রকস্টার্স

অনলাইন ডেস্ক

অস্কারে যাচ্ছে আসামের ‘ভিলেজ রকস্টার্স

৯১তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর বসছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে এ বছর ভারত থেকে জমা দেয়া হয়েছে আসামের ‘ভিলেজ রকস্টার্স’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন রিমা দাস।

এবার মোট ২৮টি ছবির ছোট তালিকা করা হয়েছিল অস্কারে পাঠানোর জন্য। এর মধ্যে তারকাখচিত পদ্মাবত, রাজি, হিচকি, প্যাডম্যানের মতো বড় বাজেটের ছবি ছিল। ছিল সমালোচকদের কাছে প্রসংশিত লাভ সোনিয়া, মান্টো, কাদভি হাওয়া, গালি গুলিয়ার মতো ছবি।

কিন্তু শেষে চূড়ান্ত করা হয়েছে ‘ভিলেজ রকস্টার্স’ ছবিটিকেই। হাতে ধরা ক্যামেরায় ছবিটির শ্যুটিং হয়েছে আসামের গ্রাম এলাকায়। এর বাজেটও ছিল নগন্য। কিন্তু শেষমেষ বাজিমাত করেছে ছবিটি।

বাছাইয়ের জন্য এসভি রাজেন্দ্র সিং বাবুর নেতৃত্বে নির্বাচক কমিটিতে ছিলেন পরিচালক নীলকণ্ঠ রেড্ডি, শিবপ্রসাদ মুখার্জী, চিত্রগ্রাহক আজাভান জোসেফ ভিনসেন্ট, চলচ্চিত্র সম্পাদক সঞ্জয় সাংকলা।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর