২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:১২

'নিজের মনের কথা শোনো'

অনলাইন ডেস্ক

'নিজের মনের কথা শোনো'

কিম নাম-জুন

দক্ষিণ কোরিয়ার পপ সঙ্গীতে জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসের সদস্যরা সম্প্রতি বক্তৃতা দিয়েছে জাতিসংঘে। তারা বিশ্বের তরুণদের প্রতি অন্যরকম আহ্বান জানিয়েছে। সেটি হলো, 'নিজের মনের কথা শোনার, অন্য কী ভাববে সেটা নিয়ে দুশ্চিন্তা না করার।' 

বিটিএসের গুরুত্বপূর্ণ সদস্য কিম নাম-জুন। নিজেকে 'আরএম' নামেই পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বক্তৃতায় ২৪ বছরের এ তরুণ বলেন, ৯/১০ বছর বয়সে অন্য সাধারণ বালকদের মতোই নিজেকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন তিনি।  

কিম নাম-জুন বলেন, যখন 'আমাকে নিয়ে মানুষ কী ভাবছে' সেটা নিয়ে চিন্তা শুরু করি তখন আমি তাদের চোখ দিয়েই নিজেকে দেখতে শুরু করি। আর এটা করি বলেই মানুষ যে ছাঁচে দেখে সে ছাঁচেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করি।

আমার অনেক দোষ আছে, আছে অনেক ভয়ও। কিন্তু আমি এভাবেই নিজেকে গ্রহণ করেছি যতটুকু পারা যায় ঠিক ততটুকুই এবং নিজেকে ভালোবাসতে শুরু করেছি।

বিটিএসের শিল্পীরা এখন বড় বড় স্টেডিয়ামে পারফর্ম করছে, লাখ লাখ রেকর্ড বিক্রি করছে। কিন্তু আমি এখনও সেই ২৪ বছরের সাধারণ যুবকই রয়ে গেছি। আমরা নিজেদের ভালোবাসতে শিখেছি। তাই আপনাদেরও অনুরোধ করছি নিজের মনের কথা শোনার।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর