Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০১৮ ০৮:৪৬ অনলাইন ভার্সন
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮ ১১:১৮
সকলকে চমকে পুরানো রূপ থেকে ঘুরে দাঁড়ালেন হিনা খান
অনলাইন ডেস্ক
সকলকে চমকে পুরানো রূপ থেকে ঘুরে দাঁড়ালেন হিনা খান
কমলিকার সেই চরিত্রে হিনা খান

নতুন রূপে, নতুন ভাবে এসে গেছে ‘কাসৌটি জিন্দাগি কি’৷ বদলে গিয়েছে অনুরাগ-প্রেরণা৷ নতুন মুখ নিয়ে শুরু হয়েছে ধারাবাহিকটির রিমেক৷ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো৷ যার দর্শক ক্রমশ বেড়ে চলেছে৷ তার পেছনের কারণ কমলিকা৷ 

অনুরাগ-প্রেরণার মতোই ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় চরিত্র হল কমলিকা৷ যে আজও সকলের কাছে সেরা খলনায়িকা৷ নতুন প্রোমোতে পাওয়া গেল তারই কিছু ঝলক৷ তবে মুখ দেখানো হয়নি৷ কারণ এবারে অনুরাগ-প্রেরণার থেকেও দর্শকমহলের বেশি উত্তেজনা কমলিকাকে নিয়ে৷

ব্যাকলেস ব্লাউজ, লো ওয়েস্ট শাড়ি৷ এবারের কমলিকা আরও হট৷ কোমর দুলিয়ে, নিজের শরীরি আবেদনে, বিভিন্ন ছলাকলায় ফের অনুরাগকে ফাঁসাতে আসছে কমলিকা৷ এই কমলিকা আর কেউ নন, টেলিভিশনের সবচেয়ে প্রিয় তারকা হিনা খান৷

নতুন প্রোমো জুড়ে এক নতুন হিনা খানকে দেখতে পেল দর্শকদের৷ ব্যাকলেস ব্লাউজ, কোমড়ে ট্যাটু সেসব তো পুরনো ব্যাপার৷ কিন্তু বাঙালি এবং বিহারের মিশ্রণে পাওয়া কমলিকার নতুন স্টাইলে পুরোপুরি মুগ্ধ নেটদুনিয়া৷

অসংখ্য হিনা-ভক্তরা হিনার এক লুকে কুপোকাত হয়েছে৷ প্রশংসায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া৷ কারণ হিনাকে এতদিন ধরে বাড়ির বউ হিসেবেই দেখে এসেছেন সকলে৷ সেই রূপ থেকে সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়িয়েছেন অভিনেত্রী৷ নিজের বডি ল্যাঙ্গুয়েজ একদম বদলে ফেলেছেন তিনি৷ কস্টিউম থেকে মেক আপ, জুয়েলারি সব কিছুতেই এসেছে পরিবর্তন৷

এবারের কমলিকা আধুনিক তো বটেই, সেই সঙ্গে ছড়াচ্ছেন উষ্ণরাত পারদ৷ কেউ যাতে টের না পায় তিনি কমলিকার চরিত্রে রয়েছেন সেই কারণে মাসখানেক আগে হিনা বলেছিলেন, “সব গুজব৷ আমি এরম কোনও শো-তে সাইন করিনি৷ এখন আমি এ বিষয় আর কোনও মন্তব্য করতে চাইনা৷”

জানা গেছে, হিনা নাকি কমলিকার চরিত্রটি করার জন্য একটি শর্তও রেখেছিলেন একতা কাপুরের কাছে৷ শর্তটি হল নতুন কমলিকাকে পুরোপুরি নেতিবাচক চরিত্রে দেখানো যাবে না৷ তার চরিত্রে একটা ভালো শেডও থাকবে৷ হিনাই যেহেতু একতার ফার্স্ট চয়েস তাই তিনিও বাধ্য হয়েছেন শর্তটি মানতে৷ অনুরাগ আর প্রেরণা চরিত্রে রয়েছেন এরিকা ফারন্যানডিজ এবং পার্থ সামথান৷

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

আপনার মন্তব্য

up-arrow