১৯ অক্টোবর, ২০১৮ ১৭:২০

আইয়ুব বাচ্চুর মরদেহ বহনকারী গাড়িতে ভক্তদের জাতীয় পতাকা

অনলাইন ডেস্ক

আইয়ুব বাচ্চুর মরদেহ বহনকারী গাড়িতে ভক্তদের জাতীয় পতাকা

সংগৃহীত ছবি

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর আইয়ুব বাচ্চুর মরদেহ জাতীয় ঈদগাহ ময়দানে নেয়া হয়। সেই সময় মরদেহ বহনকারী গাড়ির উপরে একটি জাতীয় পতাকা লাগিয়ে গাড়ির চারপাশে নিরবে হেঁটেছেন ভক্তরা।

জাতীয় ঈদগাহ ময়দানে জুম্মার নামাজ শেষে প্রথম নামাজে জানাজা শেষ করে নিয়ে যাওয়া হয় চ্যানেল আইতে। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত আইয়ুব বাচ্চু মরদেহ আনা হয় শহীদ মিনারে। সঙ্গীত জগত থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী,  এমনকি সঙ্গীত পিপাসু সাধারণ মানুষের ঢল ছিল শহীদ মিনারে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আইয়ুব বাচ্চুর লাশ শহীদ মিনারে রাখা হয়।

সেখানে আইয়ুব বাচ্চুর শেষ শ্রদ্ধায় হাজার মানুষের ঢল নেমেছিল। লম্বা লাইন ও সারিবদ্ধভাবে আইয়ুব বাচ্চুর ভক্ত, অনুরাগীরা তাকে শ্রদ্ধা জানিয়েছে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংস্কৃতিক কর্মীরা এসময় উপস্থিতদের শৃঙ্খলায় আনতে হিমশিম খেতে হয়। 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর