Bangladesh Pratidin

প্রকাশ : ২০ অক্টোবর, ২০১৮ ০৬:৩৪ অনলাইন ভার্সন
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮ ০৬:৩৮
'বিগ বস'-এ নতুন চমক
অনলাইন ডেস্ক
'বিগ বস'-এ নতুন চমক

জমে উঠেছে 'বিগ বস ১২'। প্রত্যেক বারের মতো এবারেও ‘বিগ বস’-এ রয়েছে বেশ কিছু চমক ও বিতর্ক। এরই মধ্যে বুধবার জানা গিয়েছিল ‘বিগ বস’-এ খুব দ্রুত এক জন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিচ্ছেন। 

প্রথম বার ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছিলেন সুরভী রানা। আপাতত গুঞ্জন, এবার আসছেন 'মহব্বতে' (২০০০) ছবির নায়িকা কিম শর্মা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনই জানা যাচ্ছে।

তবে কিমই যে পরবর্তী ওয়াইল্ড কার্ড এন্ট্রি, সে ব্যাপারে এখনও নিশ্চয়তা মেলেনি। গুঞ্জন রয়েছে সদ্য প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া নেহা হয়তো ফিরে আসবেন বিগ বসের বাড়িতে।

পাশাপাশি উঠে এসেছে আরও নাম। ওই প্রতিবেদনের দাবি, রোহিত সুচান্তি কিংবা চেতনা পাণ্ডের মধ্যে থেকেও একজনকে বেছে নেওয়া হতে পারে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’-র জন্য।
 
প্রসঙ্গত, কিম শর্মা শাহরুখ অভিনীত ‘মহব্বতে’ ছবিতে অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন।

বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

up-arrow