Bangladesh Pratidin

প্রকাশ : ২১ অক্টোবর, ২০১৮ ১২:৫৮ অনলাইন ভার্সন
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮ ১৪:৪০
তেহরানে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন অনন্ত জলিল
অনলাইন ডেস্ক
তেহরানে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন অনন্ত জলিল

ইরানের রাজধানী তেহরানের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢালিউডের আলোচিত নায়ক অনন্ত জলিল। ছবির নাম 'দিন-দ্য ডে'। এ ছবিতে তার স্ত্রী বর্ষাও অভিনয় করবেন। এরইমধ্যে ছবিতে অনন্ত ও বর্ষার প্রথম ঝলক ফেসবুকে প্রকাশ করা হয়েছে।

গত ১৮ অক্টোবর তেহরানের বিখ্যাত এসপিনাস প্যালেস হোটেলে চুক্তিবদ্ধ হন অনন্ত জলিল। এ সময় ছবির নতুন হিরো সুমন ফারুক, ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম, ঢাকায় ইরানিয়ান কালচারাল সেন্টারের সাবেক কাউন্সেলর সাইয়্যেদ হুসাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইএসআই জঙ্গিদের বিশ্বব্যাপী বীভৎস সন্ত্রাসের বিরুদ্ধে এবং ইসলামের নামে সকল প্রকার ধর্মীয় সন্ত্রাস ও উস্কানির বিরুদ্ধে সোচ্চার ভূমিকার চিত্র দেখা যাবে সিনেমাটিতে। এছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে ইসলামে সবার সমান অধিকারের বিষয়টিও ফুটে উঠবে সিনেমাটিতে।

বিডি প্রতিদিন/ফারজানা

আপনার মন্তব্য

up-arrow