২২ অক্টোবর, ২০১৮ ০০:২৫

'মি টু'র জেরে ইন্ডিয়ান আইডলের বিচারকের পদে নেই আনু মালিক

অনলাইন ডেস্ক

'মি টু'র জেরে ইন্ডিয়ান আইডলের বিচারকের পদে নেই আনু মালিক

ফাইল ছবি

'মি টু'র ঝড়ের বদৌলতে আনু মালিকের বিরুদ্ধে এত বেশি যৌন হেনস্থার অভিযোগ উঠেছে যে, সেই জেরে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের বিচারকের পদ থেকে সরতে হল তাকে। 

ভারতীয় টেলিভিশন সনি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সঙ্গীত শিল্পী সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিতসহ একাধিক সঙ্গীত শিল্পী আনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার আইনজীবী দাবি করেছেন, অকারণে তার মক্কেলের বদনাম করা হচ্ছে। 

তবে শুধু সোনা মহাপাত্র এবং শ্বেতা পণ্ডিত নন একাধিক মহিলা অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন।  উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ইন্ডিয়ান আইডল প্রথম শুরু হয়। তখন থেকেই এই শো'র বিচারক ছিলেন আনু মালিক।   


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর