Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০১৮ ১৬:০২ অনলাইন ভার্সন
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮ ১৬:০৩
'সানি' আসলে ভাইয়ের নাম!
অনলাইন ডেস্ক
'সানি' আসলে ভাইয়ের নাম!

আসল নাম করণ জিৎ কৌর বোহরা। কিন্তু এই প্রাক্তন ইন্দো-কানাডিয়ান পর্নস্টার পরিচিত হয়েছেন সানি লিওন নামেই। কিন্তু কেন এই নাম পরিবর্তন?

‘সানি’ আসলে নায়িকার ভাইয়ের নাম। সেই নামই ধার নিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেতে চলেছে দিলীপ মেহতাপ পরিচালিত সানি লিওনের ডকুইমেন্টরি ছবি 'মোস্টলি সানি'। এর আগে জি ৫-এ দেখা গিয়েছিল তার আত্মজীবনী, 'করণজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন'।

নতুন এই ডকুমেন্টরির প্রিমিয়ার হয়ে গেল সদ্য। সেখানেই তার জীবনের অজানা গল্প কিছুটা শেয়ার করলেন সানি। তখনই বললেন, 'সানি' নামটি আসলে তার ভাইয়ের নাম। সেই নামেই পরে পরিচিত হয়েছেন তিনি।

আসলে প্রথম যে দিন শুট ছিল সেদিন প্রথম থেকেই তার মনে নাম নিয়ে সংশয় ছিল। এরপর যখন ডিরেক্টর তার নাম জিজ্ঞাসা করে হঠাৎই স্বতঃস্ফূতভাবে ‘সানি’ নামটি বলে ফেলেছিলেন নায়িকা। তবে কেন ওই নামটিই তার মাথায় এসেছিল তার কারণ এখনও বুঝতে পারেননি সানি লিওন। পরে তার নামের পিছনে 'লিওন'টি যোগ করেছিলেন।

বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

up-arrow