Bangladesh Pratidin

প্রকাশ : ৮ নভেম্বর, ২০১৮ ১৬:২১ অনলাইন ভার্সন
আপডেট : ৮ নভেম্বর, ২০১৮ ১৬:২৭
মুখ থুবড়ে পড়ল 'থাগস অব হিন্দুস্তান'
অনলাইন ডেস্ক
মুখ থুবড়ে পড়ল 'থাগস অব হিন্দুস্তান'

অবেশেষে মুক্তি পেল এ বছরের সবচেয়ে বড় ছবি 'থাগস অব হিন্দুস্তান'। ৩০০ কোটি টাকার বাজেটে তৈরি ছবি নিয়ে কৌতুহল ছিল প্রথম থেকেই। তবে ট্রেলার প্রকাশের পর কৌতূহলে তেমন পারদ ছিল না।

ছবিটি কেমন হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সেই প্রশ্নেরই যেন উত্তর মিলল। তবে সে উত্তর মোটেই সুখকর নয়, আমির, অমিতাভ, ক্যাটরিনা ও ফতিমার জন্য।

মুক্তির প্রথম দিনেই হোচট খেল ছবিটি। সোশ্যাল নেটওয়ার্ক জুড়ে ছবির 'নেগেটিভ' সমালোচনায় মত্ত নেটিজেনরা। যা দেখলে, সিনেমা হলে যাওয়ার আগে ১০ বার ভাববেন দর্শকরা।

বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

up-arrow