Bangladesh Pratidin

প্রকাশ : ৯ নভেম্বর, ২০১৮ ০৬:০৮ অনলাইন ভার্সন
দুই হাতে আগলে মালাইকাকে বাঁচালেন অর্জুন
অনলাইন ডেস্ক
দুই হাতে আগলে মালাইকাকে বাঁচালেন অর্জুন
সংগৃহীত ছবি

প্রকাশ্যে প্রেম করছেন অর্জুন কাপুর আর মালাইকা আরোরা। শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি ১২ বছরের বড় মালাইকাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অর্জুন। বহুদিন ধরেই বলিউডে অর্জুন-মালাইকা প্রেমের গুঞ্জন চলছিল। নিন্দুকের মতে, অর্জুনের জন্যই নাকি আরবাজ খানের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন মালাইকা। এবার শুধু চার হাত এক হওয়ার পালা।

এতদিন বেশ চলছিল গোপনে-গোপনে। কিন্তু এখন আর কোনও রাখঢাক নেই। প্রকাশ্যেই হাত ধরাধরি করে ঘুরছেন মালাইকা-অর্জুন। দীপাবলি পার্টিতেও একসঙ্গে হাজির এই যুগল। বিমানবন্দরেও ক্যামেরাবন্দী হয়েছেন মালাইকা-অর্জুন। এবার তো একেবারে রক্ষণাত্মক রূপে আসরে নামলেন অর্জুন কাপুর। পাপারাৎজিদের হাত থেকে হবু স্ত্রীকে বাঁচাতে প্রায় জড়িয়ে ধরলেন তিনি।

গত মঙ্গলবার সাদা স্লিভলেস ট্যাঙ্ক টপ ও জিনসে মালাইকা ছিলেন একেবারে ক্যাজুয়াল লুকে। অর্জুন পরেছিলেন সাদা-কালো গ্রাফিক হুডি। মুম্বাইয়ের বান্দ্রায় এক অভিজাত রেস্তোরাঁর সামনে তাকে দেখতে পেয়েই ছেঁকে ধরলেন ক্যামেরাম্যানরা। ঠিক তখনই প্রেমিকাকে বাঁচাতে গিয়ে দু’হাত দিয়ে তাকে আগলে রাখতে দেখা গেল অর্জুনকে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর 

আপনার মন্তব্য

up-arrow