১১ নভেম্বর, ২০১৮ ১৩:৫৬

ইউটিউবে মুক্তি পেল পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য ক্লে’

অনলাইন ডেস্ক

ইউটিউবে মুক্তি পেল পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য ক্লে’

বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন ও পুরস্কার প্রাপ্তির পর এবার ইউটিউবে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ক্লে’। শুক্রবার রাতে রাজধানীর দীপনতলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্ট-এর ইউটিউবে চ্যানেলে চলচ্চিত্রটির মুক্তি দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও ‘দ্য ক্লে’-এর কুলা-কুশলী।

উদীয়মান লেখক হুমায়ন কবীরের মূলভাবনা এবং তরুণ কবি ও নাট্যকার আসমা শাওনের গল্প, চিত্রনাট্য ও সংলাপ অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য ক্লে’ চলচ্চিত্রটি। যা পরিচালনা করেছেন এম.এইচ.এম. মুবাশশির। ১৫ মিনিট দৈর্ঘ্যরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন- ওমর ফারুক, শামীম হাসান সরকার, মাকসুদা তিশা, আহমেদ রিপন, শারমিন শিমু, আমিন আকবরীসহ আরও অনেকে।

দ্য টাইমস মিডিয়া লি. নিবেদিত জলছবি ফিল্মস ও আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্ট পরিবেশিত ‘দ্য ক্লে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জুলফিকার জাহেদী ও এম.এইচ.এম. মুবাশশির।

 

বিডি প্রতিদিন/১১ নভেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর