Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ নভেম্বর, ২০১৮ ০৬:০০
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮ ০৯:৫৩

চলে গেলেন স্পাইডারম্যান-আয়রনম্যান'র স্রষ্টা স্ট্যান লি

অনলাইন ডেস্ক

চলে গেলেন স্পাইডারম্যান-আয়রনম্যান'র স্রষ্টা স্ট্যান লি
ফাইল ছবি

চলে গেলেন মার্বেল কমিক্সের স্রষ্টা স্ট্যান লি৷ সোমবার শিকাগোর শিনাই মেডিক্যাল সেন্টারে মারা যান তিনি৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর৷ বিগত বেশ কয়েক বছর ধরেই কঠিন বার্ধক্যজনীত রোগে ভুলছিলেন তিনি৷ চোখের দৃষ্টি প্রায় চলে গিয়েছিল৷ এদিন স্ট্যান লির মৃত্যুর খবর নিশ্চিৎ করেন লি কন্যা জেসি৷

কালজয়ী সব কমিক্সের স্রষ্টা লি৷ তার সৃষ্ট বইয়ের পাতার সব চরিত্র আপনা হতেই মানুষের মনে জায়গা করে নিয়েছিল৷ আজও কমিক্সের কথা বললে মানুষের মুখে ফেরে আয়রনম্যান, স্পাইডারম্যান, ব্ল্যাকপ্যানথার, হাল্ক৷

১৯৬০ সাল থেকে মার্বেল কমিক্স লেখা শুরু হয় স্ট্যান লির৷ শুধু লেখাই নয়, প্রচ্ছদ থেকে তার খুঁটিনাটি, সবটাই প্রায়নিজে হাতে করতেন প্রবাদ প্রতীম ব্যক্তিত্বের এই মানুষটি৷ ফিকশনই নয়, বাস্তবের নানা ঘটনাও লি রচিত নানা কমিক্সে উঠে এসেছে৷ তার মধ্যে উল্লেখযোগ্য ভিয়েতনাম যুদ্ধ৷

১৯৭২ এর পর থকে কমিক্স রচনা বইয়ের পাতা থেকে উঠে আসে টিভির পর্দায়৷ তার জনপ্রিয়তা বাড়ে ক্রমশ৷ লি এই সময়থেকে প্রায় মিথে পরিণত হয়েছিলেন৷ তবে সেখানেই থেমে যাওয়া নয়, বর্তমানের থেকে কমিক্সকে কীভাবে আরও মনোগ্রাহী করাযায় তার চিন্তা করতেন তিনি৷

শুধু লেখাললেখি নয়৷ তার জনপ্রিয়তাকে পুঁজি করে তৈরি হয়েছে সিনেমা৷ এমসিইউ ফিল্মে ক্যামিও’র চরিত্রে অভিনয় করেন তিনি৷ সব মিলিয়ে বিশ্বজুড়ে এর বর্ণময় চরিত্রের নাম স্ট্যান লি৷


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর


আপনার মন্তব্য