Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০১৮ ১১:১৮ অনলাইন ভার্সন
ওয়েডিং গিফট! মাদাম তুসোয় উঠছে দীপিকার মূর্তি
নিজস্ব প্রতিবেদক
ওয়েডিং গিফট! মাদাম তুসোয় উঠছে দীপিকার মূর্তি

ইতালির লেক কোমার ভিলা দেল বালাবিয়ানে শেষ হয়েছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের বিয়ের অনুষ্ঠান। এখনও আনুষ্ঠানিকতা রয়েছে বাকি। এরই মধ্যে দীপিকা পাড়ুকোন’র জন্য সুখবর। আগামী বছরে মাদাম তুসোর মিউজিয়াম উদ্বোধন করতে যাচ্ছে দীপিকার মোমের মূর্তি।

চলতি বছরের জুলাই মাসে মূর্তি তৈরির ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু সেটি কবে উদ্বোধন হবে তা জানানো হয়নি। এবার নিশ্চিত করা হয়েছে নতুন বছরেই মাদাম তুসোয় উঠছে দীপিকার মূর্তি। ‘মাস্তানি’র আপাতত বৃহস্পতি তুঙ্গে, বলাই বাহুল্য

মাদাম তুসোতে বলিউড, হলিউডের বড় বড় তারকার সঙ্গে থাকবে দীপিকার মূর্তি। যা কিনা নববধূকে এ বিখ্যাত মিউজিয়ামের পক্ষ থেকে ওয়েডিং গিফট। অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও শাহরুখ খানের পর এ অর্জনে এবার যুক্ত হলেন দীপিকা। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত দীপিকা। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow