Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০১৮ ১৩:৫০ অনলাইন ভার্সন
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮ ১৫:০১
ভারতে ফিরলেন দীপিকা-রণবীর, ঠিকানা বদল অভিনেত্রীর!
অনলাইন ডেস্ক
ভারতে ফিরলেন দীপিকা-রণবীর, ঠিকানা বদল অভিনেত্রীর!
সংগৃহীত ছবি

ইতালিতে বিয়ে সেরে ফেলেছেন। অনেক অপেক্ষার পর বিয়ের ছবিও দেখেছে সবাই৷ এবার দেশে ফিরলেন দীপিকা-রণবীর। বিমানবন্দর থেকেই তাদের একঝলক দেখা পেতে উপচে পড়ছিল ভক্তদের ভিড়৷ সেখান থেকে সোজা শ্বশুরবাড়িতে দীপিকা৷ এবার থেকে তার ঠিকানা বদলে গেল। 

শ্বশুরবাড়ি থেকেই মিলল দীপিকার দর্শন। পাশে স্বামী রণবীর সিং। বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের পরিণতি হল বিয়ে। বিয়ের পর একেবারে সাধারণ মেয়েদের মতোই লাজে রাঙা দীপিকা। স্বামীকে পাশে নিয়ে নায়িকা সুলভভাবেই হাত নাড়লেন। পোজ দিলেন ফটোর জন্য।

সিঁথিতে তার চওড়া করে সিঁদুর। চোখে মুখে একটা আলাদাই উজ্জ্বলতা। সেই তুলনায় রণবীর অনেকটা অন্যরকম ৷ কোন রকম ছেলে খেলা নয়, এই রণবীরকে দেখেই মনে হচ্ছে তিনি একদম দ্বায়িত্বশীল পুরুষে পরিণত হয়ে গেছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow