Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০১৮ ১১:৩৬ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮ ১১:৫২
নিজের মেয়েকে নিয়ে এ কী বললেন শাহরুখ!
অনলাইন ডেস্ক
নিজের মেয়েকে নিয়ে এ কী বললেন শাহরুখ!

নিজের সন্তান কে না অন্যের থেকে এগিয়ে রাখতে চান? শাহরুখ খানও এর ব্যতিক্রম নন। তবে এই এগিয়ে রাখতে গিয়ে অন্যের হাসির পাত্র হলেন বলিউড বাদশা!

সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বক্তৃতা করার সময় মেয়ে সুহানাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীর খেতাবে ভূষিত করেছেন শাহরুখ। তিনি বলেন, ‘আমি সততার সঙ্গে বলছি, আমার মেয়ের গায়ের রং শ্যামলা হলেও, সেই বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে। অন্য কেউ আমাকে এই কথাটা বলতে পারে না।’

এদিকে, শাহরুখ খানের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড বাদশাকে নিয়ে হাসি-ঠাট্টা শুরু করেছেন নেটিজেনরা।

শাহরুখ কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’র প্রচারণা ছাড়াও ক্যারিয়ারের বিভিন্ন স্মৃতিময় ঘটনা তুলে ধরেন। তিনি কিভাবে আজকের অবস্থানে এসেছেন, মানুষকে কিভাবে মূল্যায়ন করেন, কেনো মানুষ তাকে ভালোবাসে সবকিছু নিয়েই খোলাখুলি কথা বলেন ‘কিং খান’।
 
তিন সন্তান আরিয়ান, সুহানা ও আবরামের সঙ্গেই শাহরুখের বন্ধন সুদৃঢ়। এটা সবারই নজরে পড়ে। শাহরুখ জানিয়েছেন, তিন সন্তান তাঁর জীবন সুন্দর করে তুলেছে। স্ত্রী গৌরী ও তিন সন্তান সম্পর্কে কিং খান বলেছেন, ‘আমি, আমার স্ত্রী ও তিন সন্তান সাধারণ মানুষ। আমি নিম্ন মধ্যবিত্ত মানুষ। আমার মধ্যে কোনো আড়ম্বর নেই। আমার কাছে সততাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
 
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow