২০ নভেম্বর, ২০১৮ ১০:০৩

'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' ঐশীর ক্ষোভ

অনলাইন ডেস্ক

'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' ঐশীর ক্ষোভ

ভুয়া অ্যাকাউন্টের ভিড়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন না ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি যারা ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন তাদের ওই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।  

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে চীনে অবস্থান করছেন ঐশী। সেখান থেকে ফেসবুক লাইভে এসে ঐশী বলেন, যারা আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলছেন তারা কেন খুলছেন আমি জানি না। এতে আপনাদের কী লাভ? বরং আমার ক্ষতি হচ্ছে। আমার অনেক কমেন্ট লাইক শেয়ার সেখানে চলে যাচ্ছে। আমি দেশ থেকে দূরে আছি। আপনাদের সাপোর্ট আমার দরকার। এখন লাইক কমেন্ট শেয়ার অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য।

মিস ওয়ার্ল্ডে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে ঐশী

ঐশী আরও বলেন, আমি দেশের বাইরে দেশের প্রতিনিধি হয়ে আছি। আমার নিজের মানুষরাই যদি আমার ক্ষতি করে, তাহলে কেমন করে পথ চলবো। আপনারা যারা আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন তাদের কাছে আমার অনুরোধ এগুলো বন্ধ করে দেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর