২১ নভেম্বর, ২০১৮ ১১:৫০

আলিয়া ভাটকে নিয়ে ডাক্তারের কাছে রণবীর! নানা গুঞ্জন

অনলাইন ডেস্ক

আলিয়া ভাটকে নিয়ে ডাক্তারের কাছে রণবীর! নানা গুঞ্জন

আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের প্রেমের কথা এখন আর কারও অজানা নেই। তাদের বিয়ে নিয়েও আলোচনা শোনা যাচ্ছে। এরই মধ্যে আলিয়া ভাটকে নিয়ে রণবীর কাপুরের ডাক্তারের কাছে যাওয়ার একটি ছবি ক্যামেরাবন্দী হয়েছে। সেশ্যাল সাইটে ছবিটি পোস্ট হওয়ার পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর থেকে আলিয়া-রণবীরকে নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন ডালাপালা মেলছে।

কেউ কেউ বলছেন, মানুষ হিসেবে আলিয়া অসুস্থ হতেই পারেন। আর প্রেমিক হিসেবে আলিয়াকে ডাক্তারের কাছে নেওয়াটা রণবীরের দায়িত্বশীলতার পরিচয় বহন করে। তবে, অনেক নেটিজেন এটা মানতে নারাজ। তারা আলিয়ার এই ডাক্তারের কাছে যাওয়াটা 'ভিন্ন' চোখে দেখছেন। 

অবশ্য ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র'র শ্যুটিংয় চলাকালীন মঙ্গলবার রাতে চোট পান আলিয়া। আর সেকারণেই আলিয়াকে নিয়ে চিকিৎসকের কাছে ছোটেন রণবীর। ছবি দেখে বেশ বোঝা যাচ্ছে রণবীর এখন আলিয়ার প্রতি যথেষ্ট যত্নশীল। এদিন ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার সময় আলিয়াকে কিন্তু বেশ মনমরা দেখাচ্ছিল।

বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর