১৭ ডিসেম্বর, ২০১৮ ১২:১২

মিস ইউনিভার্স ২০১৮ ক্যাট্রিওনা গ্রে

অনলাইন ডেস্ক

মিস ইউনিভার্স ২০১৮ ক্যাট্রিওনা গ্রে

মিস ইউনিভার্স ২০১৮ নির্বাচিত হয়েছেন ফিলিপাইনের ক্যাট্রিওনা গ্রে।  রবিবার ৯৩ দেশের প্রতিযোগী থেকে ২৪ বছর বয়সী ক্যাট্রিওনাকে বেছে নেয়া হয়। 

এবারের আসরে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার তামারিন গ্রিন।  তৃতীয় স্থানে আছেন ভেনেজুয়েলার স্টেফানি গুতিরেজ।

চূড়ান্ত পর্বে সবাইকে মুগ্ধ করেছেন ক্যাট্রিওনা।  শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, কাউকে খাবার দিলে সে পরের দিন ফের ক্ষুধা অনুভব করবে। ওষুধ দিলে জীবনে আবারও এটার দরকার হবে। কিন্তু কাউকে শিক্ষা দিলে সে সারাজীবন এটা মনে রাখবে।

পেশায় টিভি উপস্থাপক ও মডেল ক্যাট্রিওনার জন্ম কুইন্সল্যান্ডে।  তার বাবা স্কটিশ অস্ট্রেলিয়ান ও মা ফিলিপাইনের নাগরিক। 

এবারের আসরে সমালোচিত হয়েছেন মিস অস্ট্রেলিয়া ফ্রান্সেসকা হাং।(উপরের ছবিটিতে)। শুরুর দিকে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বর্ণবাদী মন্তব্যের কারণে সুবিধা করে উঠতে পারেননি।  একটি ভিডিওতে দেখা যায়, ইংরেজি কম জানায় মিস ভিয়েতনামকে নিয়ে তিনি ব্যঙ্গ করছেন। 

সূত্র: ফক্স নিউজ

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর