১৭ ডিসেম্বর, ২০১৮ ১৩:২০

নির্বাচন নিয়ে প্যানেল মেয়র ডেইজি সারোয়ারের গান

অনলাইন ডেস্ক

নির্বাচন নিয়ে প্যানেল মেয়র ডেইজি সারোয়ারের গান

ডেইজি সারোয়ার ও খন্দকার বাপ্পি (ডানে)

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গান গেয়েছেন বর্তমান ঢাকা উওর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার ও সংগীত শিল্পী খন্দকার বাপ্পি।  গানটি লিখেছেন অনুরুপ অাইচ।  সুর সংগীত মোশারফ অাজমী। 

ডেইজি সারোয়ার উদ্যোগে ও পরিকল্পনায় গানটিতে নৌকার ঐতিহ্যর পাশাপাশি প্রধানমন্ত্রীর ১০ বছরের উন্ময়নের চিত্র তুলে ধরা হয়।  ইতিমধ্যে গানটির ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে। 

গানটির ভিডিওতে বাংলাদেশের দর্শনীয় স্থানের পাশাপাশি ঐতিহ্য কালচার তুলে ধরা হয়েছে।  সপ্তাহব্যাপী এ শুটিং এ প্রায় দশ হাজার মানুষ অংশ নেন। ভিডিওটি পরিচালনা করেন খন্দকার বাপ্পি। 

গান ও ভিডিও প্রসঙ্গে ডেইজি সারোয়ার বলেন, গানটির কথা ও চিত্রের মাধ্যমে গত ১০ বছরের বাংলাদেশের উন্ময়ন চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।  তাছাড়া অামি  বঙ্গবন্ধুর অার্দশে শেখ হাসিনার একজন সৈনিক। এই উন্নয়নের অগ্রযাত্রা চলমান রাখতে নৌকার পক্ষে ভোট চাইতে গানটি করা।  গানটি সবার ভাল লাগবে অাশা করি। 

উল্লেখ্য, ডেইজি সারোয়ার রাজনীতির পাশাপাশি একজন বিটিভির তালিকাভূক্ত শিল্পী

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর