Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৪:০০ অনলাইন ভার্সন
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫৭
সালমান খানের 'স্ত্রী-সন্তানের' গোপন খবর ফাঁস করলেন শাহরুখ!
অনলাইন ডেস্ক
সালমান খানের 'স্ত্রী-সন্তানের' গোপন খবর ফাঁস করলেন শাহরুখ!

আগামী বছর অর্থাৎ ২০১৯ সালে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। আর পরের বছর ২০২০ সালের সন্তানের বাবা হচ্ছেন তিনি। কোনো গুঞ্জন নয়, সালমানকে সামনে রেখে কথাগুলো বলেছেন বলিউড বাদশা শাহরুখ খান।

জি নিউজের খবর, 'জিরো'-র প্রমোশনে রবিবার বিগ বস ১২-র মঞ্চে হাজির হন শাহরুখ খান। দুই খানের এই মেগা শো নিয়ে তাই গতকাল দর্শকদের উত্তেজনাও ছিল অন্যরকম। বিগ বসের মঞ্চে হাজির হয়ে একে অপরকে একাধিক প্রশ্ন করতে শুরু করেন শাহরুখ, সালমান। যার মধ্যেই উঠে আসে সালমানের বিয়ে এবং সন্তানের প্রসঙ্গ।

সলমন কবে বিয়ে করছেন এবং কবে সন্তানের বাবা হচ্ছেন বলে প্রশ্ন করেন শাহরুখ খান। উত্তরে সালমান বলেন, সন্তানের বাবা হতে গেলে এখন আর বিয়ে করার প্রয়োজন নেই। অর্থাৎ বিয়ে না করেও সন্তানের বাবা হওয়া যায় বলে স্পষ্ট জানিয়ে দেন সালমান। তবে সালমানের এমন উত্তরে সন্তুষ্ট হতে পারেননি কিং খান। এরপর শাহরুখ বলেন, ২০১৯ সালে বিয়ে করছেন সালমান এবং বাবা হচ্ছেন ২০২০ সালে। বিয়ে নিয়ে সালমান খানের মুখে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা গেলেও বাবা হওয়ার কথা শুনে হেসে ফেলেন তিনি।

বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

 

আপনার মন্তব্য

up-arrow