Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ জানুয়ারি, ২০১৯ ০২:৫২ অনলাইন ভার্সন
মাঠে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন সালমান খান (ভিডিও)
অনলাইন ডেস্ক
মাঠে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন সালমান খান (ভিডিও)

সিনেমার চিত্রনাট্য যেমনই হোক, সালমান খানের ছবি মানেই বক্স অফিসে হিট। তবে শুধুই অভিনয় নয়, সালমান খান ভালো ছবিও আঁকেন। তার আঁকা ছবি বিক্রি হয় অনেক দামে। এই দুইটি গুণই যথেষ্ঠ নয়, তিনি যে ভালো ক্রিকেট খেলতে পারেন তা এতদিন অজানা ছিল।

সম্প্রতি ব্য়াট হাতে মাঠে নামতে দেখা গেল সালমান খাকে। ব্যাট হাতে নিতেই একের পর এক বাউন্ডারি হাঁকালেন তিনি। 'ভারত' ছবির শ্যুটিংয়ের ফাঁকেই চলল কলাকুশলীদের সঙ্গে ক্রিকেট খেলায় মাতেন সালমান। আর সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। 

প্রসঙ্গত, সালমান খান শুধু অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই নয়, সিনেমার সেটের সমস্ত টেকনিশিয়ান থেকে শুরু করে সকলের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারেন তিনি। এই সুনাম তার বরাবরই রয়েছে। একসঙ্গে বহুবার সকলের সঙ্গে খাবার ভাগ করেও থেকে দেখা গেছে তাঁকে। আবার কখনও ক্রিকেট খেলতেও নেমে পড়েন। এবারও তেমনটাই হল।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

আপনার মন্তব্য

up-arrow