১৬ জানুয়ারি, ২০১৯ ১১:৫২

৫০ বছর পর পর্দায় ফিরছে 'গুপী গাইন বাঘা বাইন'

অনলাইন ডেস্ক

৫০ বছর পর পর্দায় ফিরছে 'গুপী গাইন বাঘা বাইন'

'জিজিবিবি: গোপী গাওয়াইয়া বাঘা বাজাইয়া'

সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন' ছবিটি ৫০ বছর পর পর্দায় ফিরছে। অ্যানিমেশন ভার্সনে ছবিটি নির্মাণ করেছেন শিল্পা রানাডে। ২০১৩ সালে টরেন্টো চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১ মার্চ। 'গুপী গাইন বাঘা বাইন' ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৯ সালে।

অ্যানিমেশনে ছবিটির নাম দেয়া হয়েছে 'জিজিবিবি: গোপী গাওয়াইয়া বাঘা বাজাইয়া'। খুব শীঘ্র ছবিটির ট্রেলার প্রকাশ করা হবে। অ্যানিমেশন ভার্সনে ছবিটি দেখেছেন সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়। তার ছবিটি পছন্দ হয়েছে। তিনি বলেন, বাবাকে শিশুদের জন্য ছবি বানানোর অনুরোধ করেছিলাম। সেই অনুরোধেই বাবা 'গুপী গাইন বাঘা বাইন' ছবিটি নির্মাণ করেন।

সত্যজিৎ রায় নির্মিত ছবিতে গোপী ও বাঘা

সন্দীপ রায় আরও বলেন, 'গোপী ও বাঘা চরিত্র দুটি এখনো আমাকে আবেগতাড়িত করে। ছবির এ গল্পটি খুবই সুন্দর এবং এখনো প্রাসঙ্গিক।' সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গল্প থেকে গোপী ও বাঘা চরিত্র দুটি নেয়া হয়েছে। গল্পটি হিন্দিতেও লিখেছিলেন এ লেখক। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর