১৮ জানুয়ারি, ২০১৯ ২০:০৮

অভিনেতা তানভীর হাসানের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

অভিনেতা তানভীর হাসানের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার ৪ নম্বরের সেক্টরের একটি বাসা থেকে অভিনেতা ও নির্মাতা তানভীর হাসান সুমনের (৪২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শুক্রবার দুপুরের দিকে তিনতলা বাড়ির দ্বিতীয়তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম।

তানভীর লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজার উপজেলার পশ্চিম লতিফপুর আনোয়ার উল্লাহর ছেলে। তার ভগ্নিপতি ইশতিয়াক আহমেদ গণমাধ্যমকে জানান, স্ত্রী কোহিনূর নাহার আখন্দ ও ছেলে প্রখরকে (৬) নিয়ে উত্তরার ওই বাসায় ভাড়ায় থাকতেন তানভীর।

এসআই মো. আবদুর রহিম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই বাসা থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়।স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে- মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তানভীর। তবু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর