Bangladesh Pratidin

প্রকাশ : ২০ জানুয়ারি, ২০১৯ ০৩:৩২ অনলাইন ভার্সন
বিয়ের অনুষ্ঠানের জন্য সারা আলীর নাচ ভাইরাল!
অনলাইন ডেস্ক
বিয়ের অনুষ্ঠানের জন্য সারা আলীর নাচ ভাইরাল!

বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা সারা আলী খান অনস্ক্রিনে অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। ডেবিউ ছবি 'কেদারনাথ'-এ তার পারফরম্যান্স নজর কেড়েছে দর্শকের। দ্বিতীয় ছবি ‘সিম্বা’ বক্স অফিসে ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। 

অভিনয়ের পাশাপাশি নাচও সারার পছন্দের বিষয়। অনস্ক্রিনে তার নাচ ‘সিম্বা’-এ দেখেছেন সকলে।অফস্ক্রিনে সেই নাচে যেন এক অন্য মাত্রা যোগ হল। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানের জন্য নাচ প্র্যাকটিস করছিলেন সারা। সেই ভিডিও এখন সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকার শীর্ষে!

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow