Bangladesh Pratidin

প্রকাশ : ২১ জানুয়ারি, ২০১৯ ১৪:৩৮ অনলাইন ভার্সন
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৯ ১৪:৪২
পানির নিচে স্বল্প বসনায় শাহরুখ-কন্যা সুহানা, কার সঙ্গে?
অনলাইন ডেস্ক
পানির নিচে স্বল্প বসনায় শাহরুখ-কন্যা সুহানা, কার সঙ্গে?
ফাইল ছবি

বর্তমানে লন্ডনের বাসিন্দা তিনি। পড়াশোনার ফাঁকে মাঝে মধ্যে মুম্বাইতেও দেখা যায় তাকে। কখনও বাবা শাহরুখ খানের সঙ্গে, আবার কখনও মা গৌরীর সঙ্গে। আবার কখনও ছোট ভাই আব্রামকে কোলে নিয়ে ঘুরে বেড়াতেও দেখা যায়। 

তবে যেভাবেই সামনে আসুন না কেন,তাকে দেখলেই পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। বুঝতেই পারছেন, শাহরুখ-কন্যা সুহানা খানের কথাই বলা হচ্ছে। আর এবার ফের ভাইরাল হল সুহানা খানের নতুন এক ভিডিও। যেখানে পুলের মধ্যে পানির নীচে বন্ধুদের সঙ্গে স্বল্প বসনায় দেখা যাচ্ছে সুহানাকে। 

বন্ধুদের সঙ্গে সুহানা পানির নিচে নেমে সময় কাটানোর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে আসতেই তা ছড়িয়ে পড়ে। পুলের মধ্যে পানির নীচে সুহানার সঙ্গে তার প্রিয় পোষ্যকেও দেখা যায়। আর সেই পোষ্যকে আদর করতেও দেখা যায় শাহরুখ-কন্যাকে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

আপনার মন্তব্য

up-arrow