২২ জানুয়ারি, ২০১৯ ১০:৩০

‘আমাকে যেন ভুলে না যাও...’

অনলাইন ডেস্ক

‘আমাকে যেন ভুলে না যাও...’

সংগৃহীত ছবি

গত ২ জানুয়ারি সকালে প্রখ্যাত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল  তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাকে যেন ভুলে না যাও... তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম।’ 

তার এই ক্যাপশনের শেষেই ছিল প্রিয় দেশের লাল-সবুজ পতাকা, যে দেশের স্বাধীনতার জন্য কৈশোরেই তিনি লড়েছিলেন রণাঙ্গনে।

ছবিতে পরিপাটি সাজে বেশ হাস্যোজ্জ্বলই লাগছিল প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক বুলবুলকে। কিন্তু দিন বিশেক পর ২২ জানুয়ারি সকালে সেই হাসিমুখ চিরতরে নিশ্চুপ হয়ে গেছে। আর সে শোকে ভাসছে ভক্তদের হৃদয়।

মৃত্যুকালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর