২২ জানুয়ারি, ২০১৯ ১৬:১০

পিয়াল হাসানের ‘জন্মদাত্রী’

অনলাইন ডেস্ক

পিয়াল হাসানের ‘জন্মদাত্রী’

পিয়াল হাসান

শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী পিয়াল হাসান। অসংখ্য জনপ্রিয় গান তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন। সমপ্রতি ‘জন্মদাত্রী’ নামে একটি নাটকের গানে তিনি কণ্ঠ দিয়েছেন।

যে নাটকটি নির্মিত হয়েছে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আর মায়ের প্রতি সন্তানের অবহেলার বিষয়বস্তু নিয়ে। ৯০ এর দশকের জনপ্রিয় এ কণ্ঠশিল্পীর ‘জন্মদাত্রী’ গানটি লিখেছেন সৈয়দ দুলাল।

গানটির সুর ও সঙ্গীতায়োজনে শিশির। এদিকে মোসাব্বের হোসেন মুইদের গল্প অবলম্বনে এই নাটকটি নির্মাণ করেছেন আহমেদ জিহাদ।

এতে দেখা যাবে, একজন ছেলে বিয়ের আগে মায়ের প্রতি কতটা যত্নশীল আর বিয়ের পর কতটা নির্মম। বউয়ের কথায় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা একটি ছেলের নির্মমতা উঠে আসবে এই গল্পে।

গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী পিয়াল হাসান দারুন সন্তুষ্ট। তিনি বলেন, জন্মদাত্রী একটি অন্য স্বাদের গান। ভক্তরা গানটিতে ইমোশনাল একটি এটাচমেন্ট খুঁজে পাবেন। মিউজিক ভিডিওটি নির্মাতা অনেক যত্ন দিয়ে তৈরী করেছেন। 

ইতিমধ্যেই জন্মদাত্রী গানটি পিয়াল হাসানের ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। কিছুদিন পরেই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে পুরো নাটকটি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর