১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৩৩

চাপে পড়ে হার মানল অস্কার কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক

চাপে পড়ে হার মানল অস্কার কর্তৃপক্ষ

চাপের মুখে পড়ে সব ক্যাটাগরির অস্কার সরাসরি সম্প্রচারে সম্মত হয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। গত বছর তিন ঘণ্টা ৫৩ মিনিট ধরে চলেছিল অস্কারের অনুষ্ঠান। আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য অস্কারের অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে চার ক্যাটাগরিতে অস্কার সরাসরি সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপণ বিরতির সময় এসব ক্যাটাগরিতে পুরস্কার দেয়া কথা বলা হয়েছিল। সঙ্গে এও বলা হয় যে, ওই চার ক্যাটাগরির পুরস্কার প্রদানের দৃশ্য পুনঃপ্রচার করা হবে। তবে এ নিয়ে অস্কার বোর্ডের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। চাপে পড়ে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

ওই চারটি ক্যাটাগরি হল সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, লাইভ অ্যাকশন শর্ট ও মেকআপ ও কেশসজ্জা। অস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথাগত রীতিতে এবারও অস্কারের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর