১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:৫১

কাশ্মীরে নিহত সেনা পরিবারের পাশে অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক

কাশ্মীরে নিহত সেনা পরিবারের পাশে অমিতাভ বচ্চন

কাশ্মীরের পুলওয়ামাতে ভারতীয় সেনাবহরে জঙ্গি হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছে। এ হামলায় আহত হন আরও অনেকে। 

কাশ্মীরে এ হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সারা ভারতের মতো ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির ক্রিকেট বলিউড-টলিউড তারকারাও। অনেকে সাহায্যের হাত বাড়িয়েছেন। 

এদিকে নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। নিহত জওয়ানদের পরিবার প্রতি ৫ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সর্বমোট তিনি দেবেন আড়াই কোটি টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় এ কথা জানিয়েছেন তিনি। অমিতাভ বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে আড়াই কোটি টাকা দিচ্ছি আমি। 

এর আগে অমিতাভ বচ্চনের এক মুখপাত্র বলেছিলেন, বলিউড বাদশাহ বচ্চন নিহত প্রত্যেক জওয়ানের পরিবারকে ৫ লাখ টাকা করে দেবেন। তবে সেই টাকা কীভাবে দেয়া হবে; সেটি বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ১৫মিনিটের দিকে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে ধাক্কা মেরে হামলা করে জঙ্গি গোষ্ঠী। এই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবারের হামলাকে সবচেয়ে বড় জঙ্গি হামলা বলা হচ্ছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর