২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:০৫

বাংলায় যে বাক্যটি বলতে পারেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক

বাংলায় যে বাক্যটি বলতে পারেন প্রিয়াঙ্কা

হলিউড ও বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে বাংলাদেশে এসেছিলেন তিনি। বিবিসি বাংলাকে প্রিয়াঙ্কা সেই সফর নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। বলেছেন বাংলাদেশের তার অভিজ্ঞতার কথা।

বাংলা ভাষার প্রশ্নে প্রিয়াঙ্কা বলেন, বাংলায় আমি শুধু একটি বাক্য বলতে পারি। সেটি হল, 'তোমার নাম কী'। কারণ রোহিঙ্গা শিবিরে আমি শিশুদের বারবার এ প্রশ্ন করেছি।

তিনি আরও বলেন, বাংলা সংস্কৃতি আমার খুবই পছন্দ। বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মধুর ভাষাগুলোর একটি। আমার মা অনর্গল বাংলাতে কথা বলতে পারে। যারা এ ভাষায় কথা বলতে পারে তাদের নিয়ে আমি ঈর্ষাান্বিত। ভাষা বুঝতে না পারায় বাংলা সিনেমা আমার তেমনটা দেখা হয় না। কিন্তু আমি বাংলা ছবি প্রযোজনা করছি। 

বাংলাদেশের মানুষকে প্রিয়াঙ্কা খুবই 'অসাধারণ, আন্তরিক ও অমায়িক' বলে আখ্যা দেন। প্রিয়াঙ্কা আরও জানান, তার নিরাপত্তা রক্ষীরা পছন্দ না করলেও তিনি কক্সবাজার সৈকতে ঘুরে বেড়িয়েছেন। তিনি বলেন, সৈকতটা খুবই অবিশ্বাস্য রকম সুন্দর। সেখানকার খাবারও দারুণ। আমি সেখানে থাকাকালে শুধু স্থানীয় খাবারই খেয়েছি। রসগোল্লা আমার খবই পছন্দ। 

প্রিয়াঙ্কা বলেন, বাংলাদেশে এমন আতিথেয়তা পেয়ে আমি কৃতজ্ঞ। বাংলাদেশে এই সফর আমার জীবনের বাঁক বদলের একটা সফর বলা যায়। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর