Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ মার্চ, ২০১৯ ১০:১৪
আপডেট : ১৩ মার্চ, ২০১৯ ১১:২৫

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন সারা আলি খান

অনলাইন ডেস্ক

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন সারা আলি খান
ফাইল ছবি

সব সময় সুন্দর লাগতে হবে। বি-টাউনের তারকাদের উপর এই চাপ প্রায় সব সময়ই থাকে। আর এ কারণেই খুব স্বাভাবিকভাবে প্লাস্টিক সার্জারির সাহায্য নিতে হয় তারকাদের। প্লাস্টিক সার্জারি নিয়ে এবার মুখ খুললেন সাইফ আলি খান কন্যা সারা আলি খান। 'কফি উইথ করণ' অনুষ্ঠানে এসে একপ্রকার স্বীকারই করে নেন সারা। যদিও সে অংশগুলি এডিটে বাদ পড়ে যায়। সম্প্রতি, সারার সেইসব কথাবার্তার আনকাট অংশগুলিই প্রকাশ্যে এসেছে।

সারাকে প্রশ্ন করা হয়, তিনিও কি সুন্দর হওয়ার চাপে পড়ে প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন?

উত্তরে সারা বলেন, '' সুন্দর হওয়ার চাপের কথা যদি বলা হয় তাহলে আমি বলব, হ্যাঁ। চাপ আছে সেটা মেনে নিতেই হচ্ছে, আমরা এই যুগের মধ্যই দিয়েই এগিয়ে চলছি। তবে আমি বলবো এই চাপের মধ্যেও নিজের মনের শক্তি বাড়িয়ে তুলতে হবে। নিজের প্রকৃত সৌন্দর্যের উপর ভরসা রাখতে হবে। মনের মধ্যে দৃঢ়তা রাখতে হবে, জানতে হবে, তুমি এমনিই সুন্দর।''

সারার আরো বলেন, ''তবে আমি এটা বলছি না যে তোমার ওজন বেড়ে যদি ৯৬ কেজিতে পৌঁছায়, তাতেই স্বচ্ছন্দ থাকতে হবে, ওজন বাড়লে আমি বলব অবশ্যই জিমে যেতে। তবে চাপের মুখে কিছু না করাই ভালো। আমার মনে হয় তুমি যেমন তাতেই যদি স্বচ্ছন্দ হও, তাহলে বহু মানুষের প্রত্যাশার চাপকেও তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। বি-টাউনে এমন বহু মানুষ আছে যাঁরা তোমায় নিরাপত্তহীনতায় ভোগার জায়গা তৈরি করে দেবে। তবে তাতে কিছুই যায় আসে না। তুমি যেমন তা নিয়ে আত্মবিশ্বাসী থাকতে হবে। তুমি মোটা বলে তোমাকে আক্রমণও করতে পারে তবে তোমাকে নিজের জায়গায় ঠিক থাকতে হবে।''

বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য