Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ মার্চ, ২০১৯ ০৯:১০

মাধুরীর হাতে কেন থুতু ফেলেছিলেন আমির খান?

অনলাইন ডেস্ক

মাধুরীর হাতে কেন থুতু ফেলেছিলেন আমির খান?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের হাতে থুতু ফেললেন সুপারস্টার আমির খান। হ্যাঁ, ঘটনা সত্য। তবে সেটা নায়িকাকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য নয়, মজার ছলে। এক সময় বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিল আমির খান ও মাধুরী দীক্ষিত। বিশেষ করে ১৯৯০ সালে আমির-মাধুরী অভিনীত 'দিল' ছবিটি সেসময়ের সুপার ডুপার হিট সিনেমা। স্বাভাবিকভাবে মাধুরীর সঙ্গে অনেক সুখস্মৃতি রয়েছে আমির খানের। বৃহস্পতিবার আমিরের জন্মদিনে টুইটারে সিনেমার সেটে করা অভিনেতার বেশ কিছু কৌতুকের কথা মনে করিয়ে দিলেন নায়িকা। 

জানা যায়, আমির ও মাধুরী নাকি শুটিং সেটে সারাক্ষণ মজা করতেন। এরই অংশ হিসেবে একদিন আমির নাকি মাধুরীকে বলেছিলেন তিনি হাত দেখতে জানেন। মাধুরী হাত দেখার জন্য আমিরের দিকে হাত বাড়িয়ে দিলে মাধুরীর হাতে তিনি থুতু ফেলে দেন। আর এর পরে নাকি মাধুরী হকি স্টিক নিয়ে আমিরকে ধাওয়া করেছিলেন। প্রসঙ্গত, এদিন আমিরের জন্মদিনে সেই ঘটনার কথাই উস্কে দেন বলিউডের ধক ধক গার্ল খ্যাতি নায়িকা।

 বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৯/মাহবুব


আপনার মন্তব্য