১৭ মার্চ, ২০১৯ ১৪:৩৪

নেপালে যাচ্ছে পঞ্চগড়ের নাট্যদল 'ভূমিজ'

পঞ্চগড় প্রতিনিধি:

নেপালে যাচ্ছে পঞ্চগড়ের নাট্যদল 'ভূমিজ'

পঞ্চগড়ের নাট্যদল 'ভূমিজ' নেপাল যাচ্ছে গানের প্রযোজনা নিয়ে। আগামী ১৯ ও ২০ মার্চ তারা নেপাল-বাংলাদেশ চেম্বার অফ ট্রেডার্স এর আমন্ত্রণে নেপালের ঝাপা নগরীর পাসাং লামহু স্মৃতি ভবন মঞ্চে তিন দিনব্যাপি নেপাল-ইন্ডিয়া ও বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে গানের প্রযোজনাটি পরিবেশন করবে।

ভূমিজ এই প্রযোজনাটির শিরোনাম করেছে 'The Songs of Love'। ভূমিজ’র এই প্রযোজনার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রযোজনাটির গানগুলো মৌলিক। বিভিন্ন সময়ে আমাদের নাট্য প্রযোজনায় উৎদ্ভাবিত কিছু গান এবং দলের নাট্যকর্মীদের লেখা ও সুর করা গানগুলো নিয়েই এই প্রযোজনা। প্রযোজনাটির বেশির ভাগ গান লিখেছেন সরকার হায়দার। কয়েকটি গান লিখেছেন হাজ্জাজ তানিন। গান গুলোতে সুরারোপ করেছেন সরকার হায়দার ও  রইসুদ্দিন। কন্ঠ দিয়েছেন রইসুদ্দিন। এছাড়া গান ও গায়কের ভূমিকায় রয়েছেন নাসরিন আক্তার, হাজ্জাজ তানিন, আনোয়ার হোসাইন।

নাট্যকর্মী ও শিল্পী রইসউদ্দিন জানান, স্থানীয়ভাবে এই প্রযোজনা বেশ কয়েকবার পরিবেশিত হয়েছে। প্রশংসিতও হয়েছে। দেশের বাইরে গানের প্রযোজনা নিয়ে এই প্রথম।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর